ঈদের টানা ছুটিতে পর্যটকে সরগরম সৈকত নগরী কক্সবাজার। সমুদ্র সৈকতে ক্রমশ বাড়ছে পর্যটকের পদচারণা। এখন পর্যন্ত শতকরা ৭০ ভাগ আবাসিক হোটেল-মোটেল ও গেস্ট হাউজের কক্ষগুলো বুকিং হয়ে গেছে।
কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান জানান, ছুটির বাকি দিনগুলোতে শতভাগ বুকিং হওয়ার ব্যাপারে আশাবাদী।
তিনি জানান, ঈদের আগের দিন থেকে এ পর্যন্ত ১ লাখের কাছাকাছি পর্যটক এসেছেন।
এদিকে, আগত পর্যটকদের যেকোনো হয়রানি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মামুনুর রশীদ জানান, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, সৈকতে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা পর্যটক হয়রানি রোধে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একাধিক টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। কোনো হোটেল রেঁস্তোরা যাতে অতিরিক্ত ভাড়া বা দাম নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।