চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম টাইগারপাস বটতলায় সুমনের অটোরিকশা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাজু (১০) নামের এক শিশু মারা গেছে। ঘটনাটি ঘটে গতকাল রাতে গ্যারেজে অটোরিকশা চার্জ দেওয়ার সময়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্যারেজের মালিক সুমন দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরা বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। সুমন স্থানীয় ওয়ার্ড বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এ বিষয়ে কেউ কিছু বলতে সাহস করত না।
ঘটনার পর পুলিশ সুমনকে আটক করেছে। এদিকে, স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা ক্ষোভে সুমনের গ্যারেজে হামলা চালিয়ে রিকশা ও গ্যারেজের মালামাল লুট করেছে বলেও অভিযোগ উঠেছে।
তাজুর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।