চট্টগ্রামে বইমেলা থেকে জঙ্গি সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হলেও আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
ওই যুবক নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার মো. রুমেলের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার ইব্রাহিমপুরে।
নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ কমিশনার শাহদাৎ হোসেন রাসেল জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য চট্টগ্রাম শহরে অবস্থান করছিল আনসার আল ইসলামের এক সদস্য। এমন তথ্যে কাউন্টার টেরোরিজম ইউনিট তার ওপর নজরদারি শুরু করে। পরে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে উগ্রপন্থী ও ধর্মীয় সংঘাতমূলক বিভিন্ন বই পাওয়া যায়।তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।