অনলাইন ডেস্কঃ
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও দেশের মানুষ তাদের মৌলিক অধিকার, ভোটাধিকার ও বাকস্বাধীনতা থেকে বঞ্চিত। মানুষের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্ত হতে লড়াই করতে হবে।’ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকার পুরানা পল্টনে নিজের দলীয় কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, ‘এখন দেশে চরম বৈষম্য চলছে, যা অতীতের সকল ইতিহাসকে ছাপিয়ে গেছে। এখন ইনসাফ নেই, সামাজিক মূল্যবোধ বলতেও কিছু নেই। মানুষ এখনও স্বাধীন নয়, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি। নাগরিক অধিকার ও ভোটাধিকার খর্ব করা হয়েছে। এগুলো স্বাধীনতার চেতনা পরিপন্থী। এজন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন ঘটানো প্রয়োজন। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের দৃষ্টিতে, ‘মুক্তিযুদ্ধে দলমত ধর্ম-বর্ণ-নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নিয়ে দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করেছিল। আজ স্বাধীনতার ৫০ বছর পর চেতনার নামে দেশপ্রেমিক ও ইসলামপন্থীদের দাবিয়ে রাখতে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে। মানুষের জান-মাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা এবং সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠায় সংগ্রাম করতে হবে।’
অনুষ্ঠানে শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেন চরমোনাই পীর।
এনএনবিডি/কে এইচ