নরসিংদীর শীলমান্দীতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও মালামাল জব্দ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক বিপণন বিভাগ নরসিংদীর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব এর নির্দেশে তিতাস গ্যাস জোনাল বিক্রয় অফিস নরসিংদীর ব্যবস্থাপক প্রকৌশলী বরুন কুমার রায়ের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের গনেরগাঁও গ্রামে এই অভিযানে চারটি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ ও অনুমোদনহীন অতিরিক্ত চুলা ব্যবহারে দুটি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছ এ সময় সংযোগ বিচ্ছিন্নসহ মালামাল জব্দ করা হয়। বিচ্ছিন্নকৃত চারটি রাইজারে ওয়েল্ডিং করে ক্যাপিং করা হয়েছে। অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বীথি৮১