রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. ইয়াসিন (৩০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পলাশী মোড়ে এ ঘটনা ঘটে। ইয়াসিন জিগাতলা কলোনিতে থাকতেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চর শাহিতে।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে পলাশী মোড় দিয়ে ইয়াসিন বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। তখন ইয়াসিন সাইকেল থেকে ছিটকে পড়েন। এরপর কাভার্ড ভ্যানের চালক মানিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরিবার সূত্রে জানা যায়, ইয়াসিনের রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্সে পড়তেন। পাশাপাশি একটি সুপার শপে খণ্ডকালীন চাকরি করতেন।এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কাওছার আহমেদ বলেন, দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি জব্দ এবং চালক মানিককে আটক করা হয়েছে
বীথি ৬১