চট্টগ্রাম প্রতিনিধি :গত ০৭/০১/২০২৫ ইং তারিখে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং এর সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন ইউসিটিসির সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মোঃ ওসমান, বরেণ্য শিক্ষাবিদ বুয়েটের মেকানিক্যাল বিভাগের সাবেক প্রদান প্রফেসর ড.কায়কোবাদ, চুয়েটের মেকানিক্যাল বিভাগের প্রফেসর ড. জামালউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমান,বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য জনাব কাজী সালাহউদ্দিন আকবর, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. নুরুল আবছার, রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব জনাব সালাহউদ্দিন আহমেদ, পরিচালক-অর্থ জনাব আব্দুল কাদের তালুকদার, উপ রেজিস্ট্রার জনাব আবু জাবেদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ রিদয়ানুল হক, সহকারী রেজিস্ট্রার জনাব এস.এম শহীদুল আলম, ও প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আকরামউদৌল্লাহ। সভায় বিগত ০১/০৬/২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার কার্যবিবরণী নিশ্চয়ন সহ গৃহীত সকল সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।এ ছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে অনুমোদন দেওয়া হয়।পরিশেষে সভাপতি উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রমের সমাপ্তি টানেন।
Leave a Reply