চট্টগ্রামে ২০২৫ সালের ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল, কারণ চার বছর পর নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২০১৮ সালে চট্টগ্রাম সাংস্কৃতিক কমপ্লেক্স প্রকল্পের আওতায় পুরনো শহীদ মিনারটি ভেঙে নতুন নকশায় নির্মাণ কাজ শুরু হয়। নকশা নিয়ে আপত্তি ও সংশোধনের প্রস্তাবনার পর অবশেষে ২০২৫ সালে শহীদ মিনারটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে, রাত ১২টা ১ মিনিটে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সর্বস্তরের মানুষ সেখানে শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়া, চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। গ্রিনল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন স্কুলের প্লে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
দিবসটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করে। ২০শে ফেব্রুয়ারি রাত ৯টা থেকে তিনপুল, আমতল, নিউ মার্কেট এবং সিনেমা প্যালেস থেকে রাইফেল ক্লাব রোডে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা ব্যক্তিদের জন্য নির্দিষ্ট ড্রপিং জোন ও পার্কিং স্থানের ব্যবস্থা করা হয়।
Leave a Reply