চট্টগ্রাম প্রতিনিধি:
গাউছিয়া কমিটি বাংলাদেশ ও পূর্ব নাসিরাবাদ মাইজপাড়া এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ফাতহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলটি অনুষ্ঠিত হয় মাইজপাড়া জামে মসজিদের সামনে এক ধর্মীয় পরিবেশে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মদ আবদুল আজিজ রিজভী, প্রতিষ্ঠাতা সুপার, হযরত জঙ্গলীপীর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা কমপ্লেক্স, রামু, কক্সবাজার।
মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসাইন কাদেরী, খতিব, মাইজপাড়া জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক, হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) নুরানী মাদ্রাসা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুফতি মুহাম্মদ সলিম উল্লাহ রিজভী, প্রভাষক (ফিকহ বিভাগ), জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও খতিব, জিয়স পুকুর জামে মসজিদ।
তার বক্তব্যে তিনি বলেন — “আজকের তরুণ প্রজন্মই আগামীর ভবিষ্যৎ। তরুণদের উচিত ইসলামি আদর্শে নিজেদের গড়ে তোলা, পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সমাজে শান্তি, ন্যায় ও সত্যের দাওয়াত ছড়িয়ে দেওয়া। আল্লাহ তায়ালা কুরআনে বলেন — ‘তোমরা উত্তম জাতি, কারণ তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বিরত রাখো।’
তরুণদের দায়িত্ব শুধু শিক্ষা অর্জন নয়, বরং সেই শিক্ষাকে সমাজকল্যাণে কাজে লাগানো। নামাজ, সততা ও নৈতিকতা হতে হবে তাদের জীবনের মূল ভিত্তি। ইসলাম এমন এক জীবনবিধান, যা মানুষকে আলোর পথে ডাকে — তরুণরাই সেই আলোর বাহক।”
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এম. এস. সেকান্দর হোসাইন আল কাদেরী, খতিব, মসজিদে নূর রহমান নগর আবাসিক এলাকা, চট্টগ্রাম; এবং মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন কাদেরী, খতিব, ফয়েজ আহম্মদ সাওদাগর জামে মসজিদ, ফটিকছড়ি ও প্রধান শিক্ষক, লায়লা বেগম সুন্নি নূরানি আধুনিক মাদ্রাসা।
মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, মাইজপাড়া ইউনিট শাখা (৮নং শুলকবহর ওয়ার্ড, পাঁচলাইশ, চট্টগ্রাম) এবং মাইজপাড়ার তরুণ সমাজ।
অনুষ্ঠানে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম রাব্বি, রাফি, হাবিবুর রহমান , ইয়াছিন আরাফাত, মারুফ, ফজলুল করিম সেজান, আদনান আলামীন, দিদার হোছেন রাকিব, রাব্বি, রবিউল হোছাইন আবীর, আরমান খান নয়ন, রিফাত, আজীম, লিমনসহ অসংখ্য তরুণ।