গত ২৩/৫/২০২৫ তারিখে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চেস ক্লাবের উদ্যোগে প্রথম আন্তর্জাতিক ফিদে রেপিড দাবা টুর্নামেন্ট২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়লা , উপস্থিত ছিলেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট ,চট্টগ্রাম এর সম্মানিত অধ্যক্ষ ,ক্যাপ্টেন আতাউর রহমান, মেরিন ফিশারিজ একাডেমির, মেরিন বিভাগের প্রধান , সেলিনা সুলতানা ; মোহাম্মদ সাইফুল ইসলাম,জুনিয়র ইন্সট্রাক্টর; অভিভাবক প্রতিনিধি,কমান্ডার জিয়াউল ইসলাম(বিএন);চট্টগ্রাম চেস একাডেমির সম্মানিত অধ্যক্ষ ও চিফ আরবিটার জনাব রাকিবুল ইসলাম চাচ্চু , আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেস প্লেয়ার এসোসিয়েশনের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নূরুল আমিন মহোদয়।
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের ২৭ ব্যাচের প্রশিক্ষণার্থী, মেরিন ফিশারিজ একাডেমীর প্রশিক্ষণার্থী এবং চট্টগ্রাম চেস একাডেমির খেলোয়ারগণ অংশগ্রহণ করেন। ১৫জন রেইটেড খেলোয়ারসহ ৩৯ জন অংশগ্রহণ করেন। আজকের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন তাসনিমূল মোস্তফা এবং রানার আপ হন রিক কিশোর দত্ত।
Leave a Reply