পেকুয়ার স্বনামধন্য ব্যবসায়ী মোহাম্মদ মোজাম্মেল হকের ইন্তেকাল
নিউজ ডেস্ক:
পেকুয়ার স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মোজাম্মেল হক (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গত ২০ অক্টোবর ২০২৫, ভোর ৪ ঘটিকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মোহাম্মদ মোজাম্মেল হক ছিলেন পেকুয়া উপজেলার পূর্ব মেহের নামা গ্রামের বাসিন্দা। তিনি এলাকার একজন সফল ব্যবসায়ী এবং সমাজসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে সকলের কাছে সুপরিচিত ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিশিষ্ট ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়া চট্টগ্রাম সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ (২০১০-১১ ব্যাচ) এর শিক্ষার্থীরা মোজাম্মেল হকের পুত্র মুবিনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।