ঢাকার মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর ও উত্তরা পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর তালিকায় আরও আছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান ও রাশেদ খান মেননকেও।
আজ বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেয়।
এছাড়া, উত্তরা পূর্ব থানার ফজলুল করিম নামক একজনকে গুলি করে হত্যা মামলায় আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। যদিও এই রিমান্ডের বিরোধীতা করেন আসামিপক্ষের আইনজীবীরা।