আগারগাঁওয়ের প্রধান সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিটিআরসি ভবনের সামনে থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন মোবাইল ব্যবসায়ীরা। তাদের উপস্থিতিতে মিরপুর থেকে মতিঝিলগামী সড়ক, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শ্যামলী শিশু মেলা অংশ এবং ফার্মগেট থেকে আগারগাঁওমুখী সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।হঠাৎ প্রধান সড়ক বন্ধ হয়ে পড়ায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে আটকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে জরুরি সেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্সগুলোকে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।