ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। ভবনের মধ্যে অনেকেই আটকা রয়েছেন বলে মনে করা হচ্ছে। তাদের বের করার চেষ্টা করছে উদ্ধারকারীরা। খবর রয়টার্সের।
প্রতিবেদন মতে, আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে সেন্ট্রাল জাকার্তায় অবস্থিত ওই ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।
ভবনটিতে জাপানি ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘টেরা ড্রোন কর্পোরেশন’-এর ইন্দোনেশীয় শাখা ‘টেরা ড্রোন ইন্দোনেশিয়া’র কার্যালয় অবস্থিত। অগ্নিকাণ্ডের সময় অনেক কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন, আবার কেউ কেউ অফিসের বাইরে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর আতঙ্কিত কর্মীরা প্রাণ বাঁচাতে ওপরের তলা থেকে মই ব্যবহার করে নিচে নেমে আসেন।
সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো সাংবাদিকদের বলেন, ‘আগুন নিভে গেছে এবং ভবনের ভেতরে আরও সম্ভাব্য হতাহতদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।