চট্টগ্রাম ব্যুরো :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের ২৭তম ব্যাচ এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুরের ১৬তম ব্যাচের (যা তাদের নিজস্ব ক্যাম্পাসের প্রথম ব্যাচ) প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ আজ এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমডোর মোঃ শফিউল বারী। স্বাগত বক্তব্য প্রদান করেন ইন্সটিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, দেশি-বিদেশি জাহাজ মালিক ও এজেন্টদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের। তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার গণআন্দোলনের শহীদদেরও বিশেষভাবে স্মরণ করেন। জাতীয় শোকের এই দিনে তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা জানান।
তিনি বলেন, “ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণপ্রাপ্ত রেটিংদের অনেকেই আজ আন্তর্জাতিক জাহাজে ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার, অফিসার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ইন্সটিটিউটের প্রশিক্ষণের মান বজায় রাখতে নৌপরিবহন মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান শোকাবহ দুর্ঘটনার প্রসঙ্গে গভীর দুঃখ প্রকাশ করে বলেন, “২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় অনেক কোমলমতি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করি।”
তিনি অনুষ্ঠানের সাফল্যে অংশগ্রহণকারী অতিথি, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মাদারীপুর ক্যাম্পাসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নৌপ্রকৌশলী মোঃ শহিদ উল্লাহ সংক্ষিপ্ত বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “আপনারাই ভবিষ্যতের দক্ষ নাবিক, দেশ ও সমুদ্র অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।”
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সৌজন্যে চট্টগ্রাম ক্যাম্পাসের অলরাউন্ড রেটিং জনাব মোঃ আল আমিন ও মাদারীপুর ক্যাম্পাসের জনাব মোঃ রিয়াজুল করিমকে গোল্ড মেডেল প্রদান করা হয়। মেসার্স হক অ্যান্ড সন্স লিমিটেডের সৌজন্যে চট্টগ্রামের জনাব মোঃ সোহানুর রহমান সোহাগ এবং মাদারীপুরের জনাব মোঃ কামরান হোসেন সিলভার মেডেলে ভূষিত হন।
এই ব্যাচে চট্টগ্রামে ২০৭ জন এবং মাদারীপুরে ১০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কুচকাওয়াজের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা তাদের শৃঙ্খলা, দৃঢ়তা ও নাবিকসুলভ গর্বের পরিচয় দেন, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
Leave a Reply