আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের অংশগ্রহণের জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে বিপুল সাড়া মিলেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ লাখ ৫৫ হাজার ৬১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার এখন পর্যন্ত (আজ বুধবার, সকাল ১০টা পর্যন্ত) নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৯১ জন পুরুষ এবং ১৭ হাজার ৫৭০ জন নারী ভোটার।
প্রবাসী ভোটারদের সুবিধার্থে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। পূর্বে ১৮ ডিসেম্বর পর্যন্ত সময় থাকলেও, এখন তা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, প্রবাসীদের অনুরোধে এবং সুযোগ থাকায় এই সময় বাড়ানো হয়েছে। এর ফলে বিশ্বের যেকোনো স্থান থেকে এই অ্যাপ ডাউনলোড করে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করা যাবে।
সর্বাধিক সংখ্যক প্রবাসী নিবন্ধিত হয়েছেন নিচের ১০টি দেশ থেকে:
| দেশ | নিবন্ধিত ভোটারের সংখ্যা |
| সৌদি আরব | ২১, ৫১৬ জন |
| যুক্তরাষ্ট্র | ১৮, ৬৭৩ জন |
| সিঙ্গাপুর | ৯, ৮৩৯ জন |
| দক্ষিণ কোরিয়া | ৯, ৪২০ জন |
| যুক্তরাজ্য | ৮, ৯৬৭ জন |
| কানাডা | ৮, ৮৯৪ জন |
| মালয়েশিয়া | ৭, ৭৪২ জন |
| অস্ট্রেলিয়া | ৭, ৬৩৮ জন |
| জাপান | ৬, ৮৫১ জন |
| সংযুক্ত আরব আমিরাত | ৬, ৩৯৪ জন |
প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরেও পোস্টাল ভোটিং চালু করা হবে। জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (ICPV) প্রক্রিয়া চালু হবে।
এক্ষেত্রে, তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিন মেয়াদে নিবন্ধন প্রক্রিয়া চালু করা হবে।