ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫:
নারী শিক্ষা, শ্রম অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর চারজন বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রদান করা হয়েছে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বেগম রোকেয়া দিবস ২০২৫’ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেন।
আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই পদক বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত চারজন হলেন:
| ক্রম | নাম | ক্ষেত্র | বিশেষ অবদান |
| ১ | ড. রুভানা রাকিব | নারী শিক্ষা (গবেষণা) | নারী শিক্ষা ও গবেষণায় বিশেষ ভূমিকা। |
| ২ | কল্পনা আক্তার | নারীর অধিকার (শ্রম অধিকার) | শ্রমিকদের অধিকার ও কর্মক্ষেত্রে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা। |
| ৩ | ড. নাবিলা ইদ্রিস | মানবাধিকার | মানবাধিকার প্রতিষ্ঠা এবং সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা। |
| ৪ | ঋতুপর্ণা চাকমা | নারী জাগরণ (ক্রীড়া) | ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে নারী জাগরণ ও অনুপ্রেরণায় প্রতীকী ভূমিকা। |
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাঁর বক্তব্যে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য বেগম রোকেয়ার অবিস্মরণীয় অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে হলে অবশ্যই নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি পদকপ্রাপ্ত নারীদের অভিনন্দন জানান এবং তাদের কাজকে নারী সমাজের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজন এবং পদকপ্রাপ্তদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পদকপ্রাপ্তদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও নগদ অর্থ দেওয়া হয়।