দোহাজারীতে রেলওয়ের জায়গা দখল করে দোকান নির্মাণের দায়ে আটক ২
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি
চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলওয়ে সংলগ্ন এলাকায় রেলওয়ের জায়গা দখল করে দোকান নির্মাণ করার সময় ২ শ্রমিককে আটক করেছে রেলওয়ে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে রেলওয়ে স্টেশনের সামনে রেললাইনের পাশে রেলওয়ের জায়গা স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতার নির্দেশে দোকান নির্মাণ করার সময় শ্রমিক রহমত উল্লাহ (৪২), মো. সাগরকে (৩৫) রেলওয়ে থানা পুলিশ আটক করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার ইকবাল হোসেন।
উল্লেখ্য, চলতি বছর শুরু থেকে প্রভাবশালী ২টি রাজনৈতিক দলের কয়েকজন নেতা অবৈধভাবে দোহাজারী পুরাতন রেল স্টেশনের সামনে রেললাইনের পশ্চিম পার্শ্বে ২টি সেমি পাকা, ৫টি টিনশেড ও ১০টি চৌকি দিয়ে অস্থায়ী দোকান নির্মাণ করে। বিষয়টি দোহাজারী স্টেশন মাস্টার ইকবাল হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর গত মঙ্গলবার দুপুরে দোকান নির্মাণ করার সময় রেলওয়ে পুলিশ ২ জন শ্রমিককে আটক করে নিয়ে যায়।
আরো খবর দেখুন...