যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করল ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি) । ১৬ ডিসেম্বর সকালে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং ক্যাম্পাস চত্বরে অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ সেক্রেটারি মোহাম্মদ ওসমান, উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, কন্ট্রোলার অফ এক্সাম ড. মোহাম্মদ নুরুল আবছার,রেজিস্ট্রার জনাব সালাহউদ্দিন আহমেদ, ফিন্যান্স ডিরেক্টর আব্দুল কাদের তালুকদার, সকল বিভাগের বিভাগীয় প্রধানগন ,বিভিন্ন বিভাগের কোঅর্ডিনেটর , শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা জাতিকে চিরকাল এগিয়ে চলার প্রেরণা যুগিয়ে যাবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সৃষ্টিশীল জ্ঞান ভিত্তিক, তথ্য প্রযুক্তি সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে।
Leave a Reply