ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহ আগামী সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, রবিবার (২২ ডিসেম্বর) তার মেয়ে কানাডা থেকে দেশে ফিরে এ দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
এ এফ হাসান আরিফ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে।
Leave a Reply