নাগরিক নিউজ ডেস্ক :কক্সবাজার সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও শিক্ষাক্রম বিশেষজ্ঞ অধ্যাপক শফিউল আলম আজ ভোররাত তিনটা ত্রিশ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অধ্যাপক শফিউল আলম ১৯৪১ সালের ১৫ এপ্রিল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সালে কক্সবাজার মডেল হাই স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৬১ সালে স্যার আশুতোষ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯৬৪ সালে চট্টগ্রাম কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মান ডিগ্রি অর্জন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে এমএ করেন। শিক্ষাজীবনে তিনি ছিলেন চট্টগ্রাম কলেজের বাংলা সমিতির সভাপতি (১৯৬২) এবং চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি (১৯৬৩)।
অধ্যাপক শফিউল আলম চাঁদপুর ডিগ্রি কলেজ, জগন্নাথ কলেজ (ঢাকা), কুমিল্লা সরকারি গার্লস কলেজ, ফেনি টিচার্স ট্রেনিং কলেজ ও যশোর সরকারি মহিলা কলেজে শিক্ষকতা করেছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক এবং ব্যানবেইসের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি ও পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজন কমিটিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বহু পাঠ্যপুস্তক সম্পাদনা করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। ঢাকাস্থ কক্সবাজারবাসীর একজন পরিশীলিত অভিভাবক হিসেবে তিঁনি শ্রদ্ধার পাত্র ছিলেন। তিঁনি কক্সবাজার সমিতি আজীবন সম্মাননা কক্সবাজার সমিতি পদক ২০২৩ প্রদান করে।
Leave a Reply