চট্টগ্রামের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় ৯তলা ভবনের ছাদ থেকে পড়ে সুমন বড়ুয়া (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ব্রিকফিল্ড রোড এলাকার এখলাস রিভাইভাল নামক ভবনে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া সুমন বড়ুয়া ফটিকছড়ির জাহানপুর কোঠেরপাড় গ্রামের মৃত সুকুমল বড়ুয়ার ছেলে। তিনি নগরের আছদগঞ্জে ব্যবসায়ী ছিলেন।
এখলাস রিভাইভাল নামক ওই ভবনের একজন বাসিন্দা বলেন, ‘আজ বন্ধের দিন হওয়ায় বাসার ম্যাট্রেস রোদ দিতে সুমন দাদা ছাদে গিয়েছিল। হঠাৎ পা পিছলে তিনি ৯তলা থেকে ভবনের নিচের খালি অংশে পড়ে যান। সাথে সাথেই তার মাথা থেতলে যায় এবং ফুসফুস ফেটে যায়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।’
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আমিনা বেগম।তিনি বলেন, ‘পাথরঘাটা এলাকায় ছাদ থেকে একজনের পড়ে যাওয়ার সংবাদ পেয়েছি। সেখানে আমাদের একটি টিম রওয়ানা হয়েছে। আর ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।’
Leave a Reply