চটগ্রাম আনোয়ারাতে বন্য হাতির আক্রমনে আলী আকবর (৪২) নামে একজন নিহত হয়েছে। আজ ভোরে কোরিয়ান ইপিজেডে এই ঘটনা ঘটে।
নিহত আলী আকবর কর্ণফুলী এলাকার শাহামীরপুর, ০৬নং ওয়ার্ডের বাসিন্দা।
হাতির আক্রমনের ঘটনায় কোরিয়ান ইপিজেড এর ভিতরে গেস্ট হাউজ ০১ এর গেইটের সামনে বিক্ষোভ করে এলাকাবাসী।পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সেনাবাহিনীর সহয়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর সরকারী পুলিশ সুপার রনজিত কুমার বড়ুয়া জানান, নিহত মোহাম্মদ আকবর এর পরিবার বর্গকে কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের পক্ষ হতে নগদ ২০,০০০ টাকা অর্থ প্রদান করেন। সেই সাথে নিহতের স্ত্রীকে চাকুরী প্রদান সহ দুই সন্তানের ভবিষ্যৎ লালন-পালন ও পড়ালেখার সুবিধার্তে কিছু আর্থিক সহায়তার আশ্বাস দেন। এলাকাবাসি প্রশাসনের মতামতে আশ্বস্ত হয়ে ইপিজেড এলাকা ত্যাগ করেন।
এছাড়া ইপিজেডে অবস্থান রত হাতির আক্রমন হতে রক্ষা ও নিরসনে অতি শীঘ্রই বন বিভাগ অধিদপ্তরের সহিত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
তাপস/নাগরিক নিউজ
Leave a Reply