এলপিজি গ্যাসের দাম ১২ কেজিতে ১ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত মাসে ১২ কেজিতে বেড়েছিল ৩৫ টাকা। প্রতি নতুন দাম নির্ধারণ করেছে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৫ টাকা।
মঙ্গলবার ( ৫ নভেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে এটি কার্যকর হবে। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। অক্টোবরে দাম ছিল ১ হাজার ৪৫৬ টাকা।
বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।
সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে এ ঘোষণার আগেই বাজারে এলপিজির দাম ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।
অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিলকরণ বিষয়ে স্পষ্টীকরণ
বিইআরসির চেয়ারম্যান বলেন, ‘অভিযোগ অস্বীকার করি না, আগেও অভিযোগ ছিল। খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এটি প্রতিরোধে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনকে বাজার নজরদারি করতে চিঠি দেওয়া হবে।’
বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২১ টাকা ২৫ পয়সা, যা গত মাসে ছিল ১২১ টাকা ৩২ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।
Leave a Reply