চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
সিএমপির উপ-কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রইছ উদ্দিন জানান, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনার অভিযোগে দায়ের করা মামলার উপর ভিত্তি করে সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে চট্টগ্রামে আনা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় চট্টগ্রামে। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জন নিহত ও শতাধিক আহত হন। বিক্ষোভের সময় এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়, যার পরিপ্রেক্ষিতে সাবেক সিএমপি কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে।
সাইফুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিসের ২০তম ব্যাচের কর্মকর্তা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩২তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকার মেট্রো রেলে (এমআরটি) উপ-মহাপরিদর্শক পদে কর্মরত ছিলেন।
গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে এখনো তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply