রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকেই পাল্টাচ্ছেন ভোল, বদলাচ্ছেন জার্সি! এই সুযোগে চট্টগ্রামের লালখানবাজারের তিন যুবলীগ ক্যাডার ফরহাদ জাহান, সাব্বির জাহান ও সাজ্জাদ জাহানও গিরগিটির মত রং বদলেছেন। সম্পর্কে এই তিন ভাই স্থানীয় কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল ও লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এলাকায় তাদের বিরুদ্ধে ছিলো চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক বিক্রির অভিযোগ। এলাকাবাসী তাদের অত্যাচারে ছিলো অতীষ্ট।
এলাকার বাসিন্দা নাসিম শাহ বলেন, এই তিন ভাই আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। সরকার পরিবর্তনের পর তারা ভোল পালটিয়ে এখন যুবদল সাজার চেষ্টা করছে। এদের প্রতিহত করতে হবে।
আরেক এলাকাবাসী ফরহাদ শিকদার বলেন, যুবলীগের এই তিন ক্যাডার ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি ছাত্র জনতার উপর হামলা করেছে। এ ঘটনায় তাদের নামে থানায় মামলা আছে। পুলিশ কেন তাদের গ্রেফতার করছে না বুঝতে পারছি না।
স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতনের পর এই তিন যুবলীগ ক্যাডারের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলাও হয়েছে। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক ব্যক্তি বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। সি আর ১০১৭/২৪ মামলার ৯০, ৯১ ও ৯২ নম্বর আসামি হিসেবে ফরহাদ, সাজ্জাদ ও সাব্বির জাহানের নাম উল্লেখ আছে।এছাড়া কোতোয়ালি থানা মামলা নাম্বার ০১(০৯)২৪ এবং পাঁচলাইশ থানা মামলা নাম্বার ১৭(০৯)২৪ দুটি মামলায় তারা এজহারভুক্ত আসামি।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের যতগুলো মামলা হয়েছে সবগুলো যাচাই-বাছাই চলছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply