চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় সংঘর্ষের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেলোয়ার হোসেন দুলাল নামে এক নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম কলেজ সংলগ্ন এলাকা থেকে শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে হেফাজতে নেয়া হয়।
দেলোয়ার হোসেন দুলাল চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের অর্থনীতি বিভাগের সভাপতি। তার বিরুদ্ধে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, সোমবার রাতে চট্টগ্রাম কলেজ সংলগ্ন এলাকায় দুলালকে আটক করে পুলিশে খবর দেন শিক্ষার্থীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
ওসি জাহিদুল কবির আরও জানান, চট্টগ্রাম কলেজকেন্দ্রিক সংঘর্ষের একটি মামলায় দুলালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
চট্টগ্রাম কলেজের ক্যাম্পাসে এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply