চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রায় ১০ বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। এই দীর্ঘ সময়ে সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।
প্রতিষ্ঠানটিতে প্রায় ১,৫০০ শিক্ষার্থীর মধ্যে এক হাজার ১০০ জন মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছে। ২০২৩ সালের এপ্রিল থেকে কলেজের অধ্যক্ষ জিন্নাত পারভীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
চসিকের ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২১টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা মোট বিদ্যালয়ের ৪৩.৭৫ শতাংশ। এসব বিদ্যালয়ে বর্তমানে সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং কলেজের প্রভাষকরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকল্পনা, প্রশাসনিক কার্যক্রম, এবং মানোন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিমত দিয়েছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা শাখার তথ্য অনুযায়ী, ১২টি বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, ৩টি বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং ৬টি কলেজের অধ্যক্ষ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অনেক পদও শূন্য রয়েছে।
প্রধান শিক্ষকের অভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয় না। ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ব্যক্তিরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা বা মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন না। এমন পরিস্থিতিতে চেইন অব কমান্ডেও সমস্যা দেখা দেয়।
চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা বলেন, “আমি সম্প্রতি এ দায়িত্বে যোগ দিয়েছি। এতগুলো প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, তা আমার জানা ছিল না। মেয়র মহোদয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply