গতকাল ২৮ শে ফেব্রুয়ারি জামালখানস্ত চেরাগী পাহাড়স্থ বৈঠকখানা কমিউনিটি হলে সংগঠনের সভাপতি জামাল আহমেদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল এর তত্ত্বাবধানে ও মো:মাহবুবুর রহমান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সহ সভাপতি জাফর ইকবাল,এস এম শাহজাহান,ইকবাল হোসেন, গিয়াস উদ্দিন, তাহের মিয়া,ইলিয়াস ইলু, জসিম উদ্দিন,শামসুল হায়দার তুষার, আনোয়ার হায়দার রাজিন,এডভোকেট আব্দুল জলিল,প্রয়াত নাসির উল আলমের পুত্র মুহিদুল আলম তামিমসহ উপস্থিত প্রয়াত নাসিরের বন্ধুগণ।অনুষ্ঠানের শুরুতেই চাটগাঁইয়্যা নওজোয়ান’র সকল প্রয়াত সদস্যদের উদ্দেশ্যে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং মিসকিনশাহ দরগাহের পেশ ইমাম মাওলানা আবুল কাশেম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।