1. admin@nagoriknewsbd.com : admin :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

বহদ্দারহাটে গুলি চালানো সেই কিশোরগ্যাং লিডার গ্রেপ্তার

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০ গননা করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে চট্টগ্রামের বহদ্দারহাটে ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই কিশোরগ্যাং লিডার মো. মিজানকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় জব্দ করা হয়েছে এক হাজার ২শ’ ইয়াবা এবং একটি ছোরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর পৌনে চারটার দিকে নগরের বায়েজিদ বোস্তামির হরিপুর ব্রাহ্মণপাড়া আবুল কালামের কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজান নগরের বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়া আলী চেয়ারম্যান বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মিজান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে অস্ত্র হাতে মহড়া দেয় এবং গুলি চালায়। গত ১৮ জুলাই সে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারে অবস্থান নিয়ে ছাত্র-জনতার দিকে গুলি করে। তার অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ভাইরাল হয়। আন্দোলন চলাকালীন সময়ে হওয়া নাশকতার ঘটনায় চান্দগাঁও থানা ও পাঁচলাইশ থানার মামলায় সে সরাসরি সম্পৃক্ত ছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews