কোতোয়ালী থানার সাবেক আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীনকে বেধড়ক মারধর করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতাকর্মীরা।
বিগত সরকারের আমলে বিভিন্ন থানায় দায়িত্ব পালনকালে মেয়র শাহাদাত হোসেন ও বিএনপির নেতা কর্মীদের অন্যায় ভাবে গ্রেপ্তারের ও নির্যাতনের অভিযোগে সোমবার দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে বিএনপির কর্মীরা তার উপর চড়াও হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘আমরা ওসি নেজাম স্যারকে হেফাজতে নিয়েছি। তবে কেন এইরকম ঘটনা ঘটেছে তার বিস্তারিত পরে জানা যাবে।
নেজাম উদ্দিন কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট ও সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply