নাগরিক নিউজ ডেস্ক :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সনাতনী সম্প্রদায়কে পাশে চায়। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি সনাতনীদের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, “আমাদের নেত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই সংখ্যালঘু শব্দটি ব্যবহার করতে চান না। আমরা সবাই বাংলাদেশী, সবার আগে বাংলাদেশ। ধর্ম যার যার, এদেশ সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে নতুন বাংলাদেশ গড়বো, যার নেতৃত্ব দেবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান। তার বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন।”
শনিবার নগরীর প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে পূজায়ণের ৩য় বর্ষপূর্তি ও শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শাহাদাত আরও বলেন, “আমি আপনাদের নগরপিতা নই, আমি আপনাদের সেবক। আমার নগর হবে হেলদি ও নিরাপদ গ্রীনসিটি। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। এ কাজে আপনাদের সর্বোচ্চ অংশগ্রহণ ও সহযোগিতা চাই।”
অনুষ্ঠানের আশীর্বাদক ও উদ্বোধক ছিলেন তুলসীধামের মোহন্ত মহারাজ স্বামী দেবদীপানন্দপুরী মহারাজ। পূজায়ণের সভাপতি সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, সিলেটের যুগ্ম জেলা জজ প্রবাল চক্রবর্তী, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সনজয় চক্রবর্তী মানিক, বাপ্পী দে, মিঠুন বৈষ্ণব, তুর্জয় দাশ জয়, রাহুল দে, প্রান্ত সাহা, নয়ন শীল, উল্লাস দাশ, অর্ক দাশ, জিশান ঘোষ, সৃজল বনিক, সৌম্য চৌধুরী, টিটু কান্তি দাশ প্রমুখ।
আরো খবর দেখুন...
Leave a Reply