নাগরিক নিউজ ডেস্ক:
গত শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “Engineering Beyond Diploma: Why Higher Education Matters” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার। ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার গুরুত্ব, একাডেমিক অগ্রগতি এবং পেশাগত উন্নয়নের সম্ভাবনা তুলে ধরতেই এই সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রফেসর ও সাবেক উপ-উপাচার্য ড. জামালউদ্দিন আহমেদ। সেমিনারে সভাপতিত্ব করেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবছার, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার সুব্রত দাশ, ইউসিটিসির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবু জাবেদ, সহকারী রেজিস্ট্রার এস. এম. শহীদুল আলম এবং মার্কেটিং ও এডমিশনের প্রধান অভিমান ঘোষ দস্তিদারসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।
সেমিনারে বক্তারা ডিপ্লোমা শিক্ষা সম্পন্ন করার পর উচ্চশিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা, প্রকৌশল শিক্ষায় ক্যারিয়ার গঠনের সুযোগ, গবেষণা কার্যক্রম এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ইউসিটিসির আধুনিক একাডেমিক পরিবেশ, উন্নত ল্যাব সুবিধা ও শিক্ষাব্যবস্থাপনা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং বিশ্বাস করে, উচ্চশিক্ষা একজন প্রকৌশলীর জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের সেমিনার ডিপ্লোমা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার গঠনে কার্যকর দিকনির্দেশনা দেবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসিটিসির কর্পোরেট অফিসার মো. ইসমাইল বিন আজিজ।