নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের অত্যাধুনিক ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আবাসিক ও অনাবাসিক উভয় শাখায় কিছু সংখ্যক আসন শূন্য থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ১৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
মানসম্মত শিক্ষা, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, আধুনিক পাঠদান পদ্ধতি ও মনোরম শিক্ষাবান্ধব পরিবেশের কারণে এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ ইতোমধ্যে চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলা গঠনে প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যালয় থেকে জানা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।