1. admin@nagoriknewsbd.com : admin :
  2. wordpresupport@www.nagoriknewsbd.com : admlnlx :
  3. q4fahcijgzpver5h41u@gmail.com : ivenyyqszj66 :
  4. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  5. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

কেডিএস এক্সেসরিজের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণ

  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গতকাল সকালে কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে এই ঘোষণা দেয়া হয়। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক তাহসিনা রহমান, স্বাধীন পরিচালক প্রফেসর সরওয়ার জাহান, প্রতিনিধি পরিচালক কামরুল হাসান সিদ্দিকী এফসিএ, নিরীক্ষক প্রতিনিধি, ইনডিপেন্ডেন্ট স্ক্রটিনাইজারসহ কোম্পানির সিইও দেবাশীষ দাশপাল, সিএফও বিপ্লব কান্তি বণিক এফসিএ এবং কোম্পানি সেক্রেটারী মোহাম্মদ ইলিয়াছ উপস্থিত ছিলেন। এছাড়াও উল্লেখ্যযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে শেয়ারহোল্ডারদের সরব

উপস্থিতির জন্য কোম্পানির চেয়ারম্যান সকলকে ধন্যবাদ জানান। এই বছর কোম্পানির ৩৩ বছর পদার্পণ উপলক্ষে কোম্পানির চেয়ারম্যান সকল স্টেকহোল্ডারদেরকে তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেয়ারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতায় কেডিএস এক্সেসরিজ লিমিটেড আগামীতে আরো ভাল ফলাফল অর্জনে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিগত আর্থিক বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ (৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক) এবং কোম্পানির ৩০শে জুন ২০২৪ তারিখের নিরীক্ষিত আর্থিক বিবরণী, স্বাধীন পরিচালক, পরিচালক এবং পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগসহ অন্যান্য বিষয় অনুমোদন হয়। সভা শেষে কোম্পানির সিইও দেবাশীষ দাশপাল সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং কোম্পানির ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews