চট্টগ্রামের আলোচিত সাবেক ছাত্রদল নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম ডিবির একটি বিশেষ দল গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের বিষয়টি পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
পুলিশ সূত্র জানায়, নগরীর বায়েজিদ বোস্তামি ও পাঁচলাইশ এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ রয়েছে বার্মা সাইফুলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, চাঁদাবাজি, অস্ত্র, মাদক ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন থানায় অন্তত ৩৫টি মামলা রয়েছে।
এদিকে সাইফুলের ভাই ও ছাত্রদল নেতা মো. শাহীন দাবি করেন, চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় অবস্থানকালে ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি তার ভাইকে তুলে নিয়ে যান। তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারণেই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জুন বায়েজিদ বোস্তামি থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাইফুলের একটি পা কেটে ফেলতে হয়। ওই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে নালিশি মামলা দায়ের করা হলেও তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।
জানা গেছে, নগরীর পাহাড়তলী, আকবর শাহ ও বায়েজিদ এলাকায় স্ক্র্যাপ ও টেক্সটাইল ব্যবসার নিয়ন্ত্রণ, সরকারি পাহাড় কেটে প্লট তৈরি ও বিক্রি, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও জুয়ার আসর পরিচালনার অভিযোগ রয়েছে বার্মা সাইফুলের বিরুদ্ধে।
সর্বশেষ গত বছরের ১৮ নভেম্বর এক এস্কেভেটর ব্যবসায়ীর কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি ও তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ীর কার্যালয়ে হামলার চেষ্টা চালানো হয়। ওই ঘটনায় বার্মা সাইফুলসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।