চকরিয়া- পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সকালে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘী এলাকা থেকে তাদের আটক করা হয়।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ এর তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন এসআই আবুল খায়ের এসআই সোহরাব সাকিব, এস আই মহিউদ্দিনসহ একদল পুলিশ।
আটককৃতরা হলেন কুতুবদিয়া উপজেলার মধ্যম কৈয়ারবিল ৬নং ওয়ার্ড এলাকার জহির আলম ও তার স্ত্রী শাহেনা বেগম (৪৬)। বর্তমানে তারা খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।
Leave a Reply