১ম পর্ব :
পটিয়া প্রতিনিধিঃবাংলাদেশে ইয়াবা নিয়ে অন্তবর্তি সরকার যখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। যেখানে ইয়াবা সম্রাটদের একের পর এক আইন শৃঙ্খলা বাহিনী ক্রসফায়ার দিচ্ছে তখন চট্টগ্রামের পটিয়া জিরিতে চলছে ইয়াবা ব্যবসা । আর এই দিকে ইয়াবা ব্যবসায়ীদের স্বর্গরাজ্য এখন পটিয়া। ইয়াবা ব্যবসায়ীদের চট্টগ্রাম জেলায় চারটি পাঁচটি জোন থাকলেও পটিয়া হচ্ছে তাদের জন্য অন্যতম প্রধান জোন। দীর্ঘদিন ধরে মন্ত্রী-এমপিসহ প্রশাসনের উচ্চপর্যায় থেকে পটিয়া ইয়াবা জোন হিসেবে চিহ্নিত করে আসলেও স্থানীয় প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
সাম্প্রতিক সময়ে পটিয়া জিরিতে হাফেজমফিজ নামে একটি মসজিদের ইমামের্ বিরুদ্ধে উঠে এসেছে এ রকম চাঞ্চল্যকর একটি তথ্য ।
জানা যায়,পটিয়া জিরি মাদ্রাসা কর্তৃক নির্মিত মার্কেটের মসজিদে ইমামতি করে মাসিক বেতন পান ৭ (সাত) হাজার টাকা। তবে অবৈধভাবে অল্প কিছুদিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছেন। তার বিপুল অবৈধ সম্পদের উৎস হিসেবে উঠে এসেছে মাদক ব্যবসা ও ভূমি দস্যুতা। অনুসন্ধানে জানা যায় মফিজ মফিজ ভূমিধস্য ও মাদক কারবারী হিসেবে এলাকায় পরিচিত। জাল কবলা দলিলের মাধ্যমে এলাকা নিরীহ মানুষের জায়গা বিক্রি করে দেওয়ারও অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। হাফেজ মফিজের এই অবৈধ ব্যবসার সাথে জড়িত আছেন তৈয়ব নামের একজন রোহিঙ্গা নাগরিক। তৈয়ব এবং মফিজের যৌথ প্রচেষ্টায় এলাকায় কিছু রোহিঙ্গার কাছে জায়গায় বিক্রি করে হাফেজ মফিজ বনে গেছেন কোটি কোটি টাকার মালিক এবং তাদেরকে এন আইডি করতে সহয়তা করে যা আইনত দণ্ডনীয় অপরাধ।রোহিঙ্গা নাগরিক এবং অবৈধ মাদক-ইয়াবা ব্যবসার সহযোগী তৈয়বের মাধ্যমে এলাকার গরীব অসহায় মানুষের জায়গা জমির জাল দলিল সৃজন করে দখল জায়গা বিক্রিয় করে সে অল্প দিনের মধ্যে গড়ে তুলেছেন আলিশান বাড়ি কোটি কোটি টাকা যা এলাকারবাসীর মনে সন্দেহ সৃষ্টি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী জানান, ৭০০০ টাকা মসজিদের ইমামতি বেতনে কিভাবে এত বিত্তশালী হয় সেটা আমাদেরকে অভাক করেছে। তারা আরো জানান মফিজের চাকুরী টা সাইনবোর্ড মাত্র এর পিছনে সে খারাপ অবৈধ ব্যবসার সাথে জড়িত। তারা আরো দু:খ প্রকাশ করে বলেন, বিভিন্ন গণমাধ্যমে তার অবৈধ কার্যকলাপের সংবাদ প্রকাশ হওয়ার পরেও মফিজ এখনো ধরা চোয়ার বাইরে। এলাকাবাসী তার এ সব অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন
অভিযোগের বিষয়ে হাফেজ মফিজের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয় টা অস্বীকার করেবলেন,তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
প্রিয় পাঠক–মফিজ কিভাবে মাদক কারবারী থেকে কোটিপতি এ নিয়ে আরও ফিরিস্তি দ্বিতীয় পর্বে দেখুন।
Leave a Reply