চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও শুভেচ্ছা অনুষ্ঠান। মঙ্গলবার বিকেল ৩টায় এ অনুষ্ঠানটির আয়োজন করে দৈনিক বাংলাদেশের খবর ও দ্য ফিন্যান্সিয়াল পোস্ট-এর চট্টগ্রাম ব্যুরো।
আড়ম্বরপূর্ণ এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীর দেশ গঠনের নেতৃত্ব দেবে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং তাদের দায়িত্ববোধ জাগিয়ে তোলে।”
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ-এর আরবিক সম্পাদক জাহিদুল করিম কচি। তিনি বলেন, “সংবাদ মাধ্যম কেবল তথ্য সরবরাহের জন্য নয়, বরং সমাজ গঠনেরও একটি শক্তিশালী মাধ্যম। আজকের এই আয়োজন তারই বাস্তব উদাহরণ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “যে জাতি তার গুণীজন ও মেধাবীদের সম্মান করতে জানে, সেই জাতিই উন্নতির শিখরে পৌঁছে যায়। এই আয়োজন তারই প্রতিফলন।”
আরেক বিশেষ অতিথি, দ্য ফিন্যান্সিয়াল পোস্ট-এর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের স্বপ্ন দেখার সাহস এবং সেই স্বপ্ন বাস্তবায়নের প্রেরণা জোগাতে এমন আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশের খবর ও দ্য ফিন্যান্সিয়াল পোস্ট-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান আ ন ম সানাউল্লাহ। তিনি বলেন, “আমাদের এই আয়োজন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, বরং কৃতিত্ব ও গুণের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ। আমরা চাই এই আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হোক।”
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা সনদ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। পাশাপাশি সাংবাদিকতা, শিক্ষা, সমাজসেবা ও সংস্কৃতি অঙ্গনে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, অনুপ্রেরণামূলক এবং সম্মান জানানোর এক মহৎ উদাহরণ।
Leave a Reply