1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গুলশান থেকে চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ বার্মা সাইফুল আটক মিয়ানমারের গুলিতে আহত শিশু এখনো লাইফ সাপোর্টে আনোয়ারায় অস্ত্র মামলার আলোচিত চরিত্র মরিয়ম বেগম আটক দারুল হিকমা মাদরাসা চট্টগ্রাম জিইসি শাখার উদ্বোধনী সবক ও পুরস্কার বিতরণ চট্টগ্রাম-৬ আসনে সবুজ সংকেতের দাবি, আত্মবিশ্বাসী গিয়াস উদ্দিন কাদের ৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল সাঙ্গু রিজার্ভ ফরেস্ট উজাড়ের নেপথ্যে থানচি রেঞ্জ কর্মকর্তা ইসরাইল সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ চন্ডীগড় ইউনিভার্সিটির অর্ণব ভাটিয়ারী আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে জানালেন তার অভিজ্ঞতার কথা জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
শিরোনাম :
গুলশান থেকে চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ বার্মা সাইফুল আটক মিয়ানমারের গুলিতে আহত শিশু এখনো লাইফ সাপোর্টে আনোয়ারায় অস্ত্র মামলার আলোচিত চরিত্র মরিয়ম বেগম আটক দারুল হিকমা মাদরাসা চট্টগ্রাম জিইসি শাখার উদ্বোধনী সবক ও পুরস্কার বিতরণ চট্টগ্রাম-৬ আসনে সবুজ সংকেতের দাবি, আত্মবিশ্বাসী গিয়াস উদ্দিন কাদের ৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল সাঙ্গু রিজার্ভ ফরেস্ট উজাড়ের নেপথ্যে থানচি রেঞ্জ কর্মকর্তা ইসরাইল সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ চন্ডীগড় ইউনিভার্সিটির অর্ণব ভাটিয়ারী আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে জানালেন তার অভিজ্ঞতার কথা জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম বন্দর ইজারা: স্কপের বিভাগীয় সম্মেলন থেকে ৯ দফা দাবি, বুধবার বন্দরমুখী সড়ক অবরোধের ঘোষণা

  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম বন্দর ইস্যুতে শ্রমিক–কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আগামী বুধবার বন্দরমুখী সড়ক অবরোধ ও বিভাগের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়। আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত স্কপের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন থেকে এ ঘোষণা দেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে এ সম্মেলন আয়োজন করে শ্রমিক–কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম শাখা। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

স্কপের সম্মেলনে সভাপতির বক্তব্যে কাজী শেখ নুরুল্লাহ বাহার অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘দুটি টার্মিনাল দিয়ে দিলেন। কেউ জানে না। নিউমুরিং টার্মিনাল নিয়ে মামলা হয়েছে। আদালত বলেছেন, শুনানি না হওয়া পর্যন্ত নিউমুরিং টার্মিনাল নিয়ে চুক্তির কার্যক্রম বন্ধ রাখতে। কিন্তু এ আদেশ মানা হচ্ছে না। বন্দর নিয়ে স্কপ, বন্দর রক্ষা কমিটি, বাম দল—সবাই আন্দোলন করছে।

অবরোধ প্রসঙ্গে কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, ‘বুধবার আমাদের কর্মসূচি ঘোষণা করা হলো। আমরা বাধ্য করব বন্দর বিদেশিদের না দিতে। নগরের আগ্রাবাদ, বড়পোল ও মাইলের মাথা এলাকায় অবরোধ করা হবে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অবরোধ চলবে। এ ছাড়া জেলাগুলোয় বিক্ষোভ মিছিল হবে।’

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘শ্রমিকেরা তাঁদের ন্যায্য অধিকারের দাবিতে কর্মসূচি দিয়ে আসছেন। কিন্তু তাঁদের দাবি মানা হচ্ছে না। বন্দর বিদেশিদের দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদ করেছেন শ্রমিকেরা। এই প্রতিবাদ সবাইকে একসঙ্গে করতে হবে। অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সম্মেলনে স্কপের পক্ষ থেকে ৯ দফা দাবি তুলে ধরা হয়। এসব দাবির মধ্যে আছে শ্রমিকদের সংগঠন ও ট্রেড ইউনিয়ন কার্যক্রমে পূর্ণ স্বাধীনতা, অভিন্ন শ্রম আইন ও অযৌক্তিক ছাঁটাই–হয়রানি বন্ধ, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও মহার্ঘ ভাতা চালু, বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্প আবার চালু ও আউটসোর্সিং বন্ধ। এ ছাড়া শ্রমিকদের রেশন, আবাসন, পেনশন, হাসপাতাল, নারীদের ডরমিটরি ও বেকার ভাতা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

সভায় অন্যদের মধ্যে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) চট্টগ্রাম জেলার সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, স্কপের যুগ্ম সমন্বয়কারী আবদুল কাদের হাওলাদার, কেন্দ্রীয় নেতা মেজবাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশা, আহসান হাবিব, এ এ এম ফয়েজ হোসেন, মঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews