চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এসি মেরামতের কাজ করতে গিয়ে বিস্ফোরণে ৩ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাইনি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-শওকত, মিশকাত ও তানভীর। তিনজনই গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী।
চমেক হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার নাগরিক নিউজকে বলেন, গাইনি ওয়ার্ডে এসি মেরামতের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হন। ২ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন একজন শ্রমিক। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
Leave a Reply