চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়। আয়োজন করে চসিক, সিএসসিআর লিমিটেড ও পিজিএনএমই।
প্রধান অতিথি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে নগরীর বিভিন্ন ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।
আয়োজকরা জানান, সিএসসিআর হাসপাতালে বিনামূল্যে স্ক্রিনিংয়ের পাশাপাশি চসিক স্বাস্থ্যকেন্দ্রেও এ সেবা পাওয়া যাবে।
অনুষ্ঠানে সিএসসিআর চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল কাইয়ুম, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোর্শেদুল করিম চৌধুরীসহ চিকিৎসক, সাংবাদিক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
Leave a Reply