চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলমের বিবৃতি
নাগরিক নিউজ ডেস্ক:
চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ও ব্যবসায়িক
ফোরামের আহ্বায়ক এস এম সাইফুল আলম বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক চিটাগাং চেম্বারসহ দেশের সকল চেম্বারের সদস্য
অন্তর্ভূক্তি ফি ও নবায়ন ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই সিদ্ধান্ত অবিলম্বে
পুনর্বিবেচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে দি চিটাগাং চেম্বার
অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র অর্ডিনারি ও এসোসিয়েট সদস্য ফি যথাক্রমে ১৬শ ও ৮শ টাকা থেকে কয়েকগুণ বৃদ্ধি করে
১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে, উভয় ক্যাটাগরিতে নবায়ন ফিও কয়েকগুণ বাড়িয়ে ৫ হাজার টাকা
করা হয়েছে, যা আগে ছিল যথাক্রমে ৮শ ও ৪শ টাকা। তিনি মনে করেন, এ ধরনের অস্বাভাবিক ও অযৌক্তিক ফি বৃিদ্ধ
সাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য চেম্বারের সদস্যপদ গ্রহণ ও নবায়নকে দুস্কর করে তুলবে। যা সামগ্রিক ব্যবসায়িক
সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে।
বিবৃতিতে বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের চেম্বারের কার্যক্রম ও নির্বাচনী
প্রক্রিয়া থেকে নানা কৌশলে দূরে রাখা হয়েছিল। তবে ঐতিহাসিক জুলাই ছাত্র-জনতার বিপ্লবের পর বঞ্চিত ব্যবসায়িক
ফোরামের তীব্র আন্দোলনের মুখে চেম্বারের তৎকালীন বোর্ড অব ডাইরেক্টরস পদত্যাগ করতে বাধ্য হলে সরকার কর্তৃক
চেম্বারে প্রশাসক নিয়োগ করা হয়। এরপর প্রশাসকের অধীনে পরিচালিত চেম্বারের সদস্যপদ গ্রহণ সহজ করা হয়। কিন্তু
সদস্য ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির সিদ্ধান্তের কারণে এই ইতিবাচক ধারা পুনরায় বাধাগ্রস্ত হবে। তিনি প্রশ্ন তোলেন,
অতীতে সুবিধাভোগী কোনো মহলের প্রভাবেই এমন সিদ্ধান্ত এসেছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি চিটাগাং চেম্বারের আগামী নির্বা চনকে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমলূ ক করার জন্য ভুয়া ভোটারদের বাদ দেয়া,
সদস্য অন্তর্ভুক্তি ফি ও নবায়ন ফি পর্বের হারে রাখা, সকল শ্রেণীর ব্যবসায়ীদের জন্য সদস্যপদ প্রাপ্তি সহজ করা এবং
চেম্বারের মেমোরেন্ডাম এন্ড আটিকেলস অব অ্যাসোসিয়েশন অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নবায়নকৃর্ ত সদস্যদের
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
Leave a Reply