1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
জোবাইরুল আরিফের নেতৃত্বে চান্দগাঁও-বোয়ালখালীতে বিশাল পথযাত্রা ২৬ জেলের জন্য গ্রামজুড়ে অপেক্ষা: ‘মানবিক কারণে দ্রুত মুক্তি চাই’ বন্দরজট কমাতে উদ্যোগ: চট্টগ্রাম কাস্টমসে ৬০ লট পণ্যের অনলাইন নিলাম বৃহস্পতিবার চট্টগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতি: কমিশন বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ ইরান-মার্কিন পারমাণবিক আলোচনা ফের শুরু? তেহরানের শর্তে জটিলতা বাড়ল লিবিয়ায় মাফিয়ার গুলিতে ৩ বাংলাদেশি যুবক নিহত চট্টগ্রাম: রাউজানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩, মুদি দোকানে মিলল বিদেশি পিস্তল ড. ইউনূসের অভিনন্দন: ‘ভারতের বিরুদ্ধে জয় কেবল ম্যাচ নয়, লাখো তরুণের অনুপ্রেরণা’ রিটার্নিং কর্মকর্তা ইসির নিজস্ব লোক হোক: নির্বাচন কমিশনের সংলাপে বিএনপির দাবি ‘ভোটের দিন যাদের বয়স ১৮ হবে, তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করুন’: ইসির সংলাপে এনসিপি
শিরোনাম :
জোবাইরুল আরিফের নেতৃত্বে চান্দগাঁও-বোয়ালখালীতে বিশাল পথযাত্রা ২৬ জেলের জন্য গ্রামজুড়ে অপেক্ষা: ‘মানবিক কারণে দ্রুত মুক্তি চাই’ বন্দরজট কমাতে উদ্যোগ: চট্টগ্রাম কাস্টমসে ৬০ লট পণ্যের অনলাইন নিলাম বৃহস্পতিবার চট্টগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে পাহাড়সম দুর্নীতি: কমিশন বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ ইরান-মার্কিন পারমাণবিক আলোচনা ফের শুরু? তেহরানের শর্তে জটিলতা বাড়ল লিবিয়ায় মাফিয়ার গুলিতে ৩ বাংলাদেশি যুবক নিহত চট্টগ্রাম: রাউজানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩, মুদি দোকানে মিলল বিদেশি পিস্তল ড. ইউনূসের অভিনন্দন: ‘ভারতের বিরুদ্ধে জয় কেবল ম্যাচ নয়, লাখো তরুণের অনুপ্রেরণা’ রিটার্নিং কর্মকর্তা ইসির নিজস্ব লোক হোক: নির্বাচন কমিশনের সংলাপে বিএনপির দাবি ‘ভোটের দিন যাদের বয়স ১৮ হবে, তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করুন’: ইসির সংলাপে এনসিপি

“চোর-ডাকাতের রাজনীতির অবসান ঘটবে এবার”— রাঙ্গুনিয়ায় নির্বাচনী সভায় হুম্মাম কাদের চৌধুরী

  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ  

বিএনপির মনোনীত চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, “রাজনীতিতে নাম বড় করার জন্য নয়, এলাকার মানুষের খেদমতের জন্য করা উচিত। আমার বাবা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী যেভাবে রাঙ্গুনিয়ার প্রতিটি রাস্তা, ব্রিজ ও উন্নয়নমূলক কাজ করেছেন, তা ছিল শুধুই মানুষের কল্যাণের জন্য, নিজের নাম প্রচারের জন্য নয়।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া জিয়াউল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, “আমার মুরুব্বিরা জানেন— রাঙ্গুনিয়ার ব্রিজ ও রাস্তার বেশিরভাগই সালাউদ্দিন কাদের চৌধুরীর হাতে গড়া। কিন্তু কোথাও তার নামের সাইনবোর্ড দেখবেন না। কারণ, তিনি কাজ করতেন মানুষের কল্যাণে, নামের জন্য নয়। রাজনীতি মানে হচ্ছে মানুষের উপকার করা, এলাকার উন্নয়ন করা।

তিনি বলেন, “আজকে পারুয়ায় আসার পথে মনটা কষ্টে ভরে গেছে। এখনো এমন এলাকা আছে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি, রাস্তা এত ভাঙা যে গাড়ি চলাচলই সম্ভব নয়। ২০২৫ সালে এসেও এই বাস্তবতা কল্পনাতীত। তাই আমার নির্বাচনী ইশতেহারে প্রথম দুই প্রতিশ্রুতি হবে— বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ও রাস্তা মেরামত করা। এই দুটি কাজ হয়ে গেলে আমি বিশ্বাস করি, পারুয়ায় এমন কোনো মানুষ থাকবে না যে ধানের শীষে ভোট দেবে না।

হুম্মাম কাদের বলেন, “আমার বাবা বলতেন— নির্বাচন এলেই অনেকে লম্বা লিস্টে ইশতেহার দেয়, কিন্তু বাস্তবে কিছুই করে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পারুয়া এলাকার এই রাস্তার কাজ ইনশাআল্লাহ আমি করে দেব। এটা রাজনৈতিক কারণে নয়, মনে হয় এই কাজটি করলে আমার বাবার আত্মাও শান্তি পাবে।”

তিনি আরও বলেন, “আগের মতো নোংরা রাজনীতি ও কাদা ছোড়াছুড়ির দিন শেষ। এ নির্বাচন হবে একটি পরিবর্তনের নির্বাচন— চোর-ডাকাতের রাজনীতির অবসান ঘটাবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। তিনি অসুস্থ হয়েও তিনটি আসনে প্রার্থী হয়েছেন শুধুমাত্র নেতাকর্মীদের সাহস দিতে এবং দেশবাসীকে জানাতে যে, শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি দেশের জন্য লড়বেন।”

নিজের রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করে হুম্মাম কাদের বলেন, “বাবাকে হারানোর পর সবাই বলেছিল রাজনীতি ছেড়ে বিদেশ চলে যেতে। কিন্তু আমি ভেবেছি, সালাউদ্দিন কাদের চৌধুরীর লাখো ভাই-বোনদের আমি একা ফেলে যেতে পারি না। ওমরাহ থেকে ফিরে আমি গুম হয়েছি, সাত মাস আয়না ঘরে ছিলাম, নির্যাতনের শিকার হয়েছি— তবু রাজনীতি ছাড়িনি। তারেক রহমান আমাকে বলেছিলেন, ‘তুমি রাজনীতি করো বা না করো, আমি তোমার পাশে আছি।’ সেই সাহসেই আজ আবার মাঠে নেমেছি।”

এর আগে হুম্মাম কাদের চৌধুরী পারুয়া সাহাব্দিনগর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং মধ্যম পারুয়া হযরত নিজাম উদ্দিন শাহ (রহঃ) মাজারে জিয়ারত করেন। এসময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews