চট্টগ্রামের খুলশী থানার ভেতরে সাংবাদিকের ওপর পুলিশের হামলার তিন সপ্তাহ কেটে গেছে। তবু দায়ী কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই নীরবতা ও বিলম্বে ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক সমাজ ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন— পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা)।
বৃহস্পতিবার দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার বরাবর একটি স্মারকলিপি জমা দেন। কমিশনারের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) হুমায়ুন কবির।
স্মারকলিপিতে পিজা উল্লেখ করে, গত ১২ অক্টোবর খুলশী থানার ভেতরে দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও পিসিআইইউর সাবেক শিক্ষার্থী জোবায়েদ ইবনে শাহাদাত পুলিশের হাতে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, সিএমপি উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামের উপস্থিতিতে ও নির্দেশে এ ঘটনা ঘটে।
ঘটনার পরদিন সাংবাদিক সমাজ ও পিসিআইইউর শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। সেদিন সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তিন সপ্তাহ পার হয়ে গেলেও তদন্তের কোনো অগ্রগতি কিংবা দোষীদের শাস্তির খবর পাওয়া যায়নি।
১৩ অক্টোবর চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে পিজা ও স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। কর্মসূচিতে বক্তারা বলেন, থানার ভেতরে একজন সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পিজা নেতৃবৃন্দ বলেন, “একজন সাংবাদিকের ওপর এমন হামলা কেবল একজন মানুষের ক্ষতি নয়, এটি সংবাদমাধ্যমের প্রতি জনগণের আস্থাকে ক্ষুণ্ণ করে। আমরা দ্রুত সময়ে দোষী কর্মকর্তার বিচার দাবি করছি। ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
পিজা নেতারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। থানার ভেতরে হামলার ঘটনায় প্রশাসনের নীরবতা সাংবাদিক সমাজের উদ্বেগ আরও গভীর করেছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইমরান বিন ছবুর, সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ সহ অন্যান্য সদস্যরা।