চট্টগ্রামে সিপ্লাস টিভির সাংবাদিক হোছাইন আব্বাসের ওপর হামলার ঘটনায় পলাশ সরকার (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) ভোরে নগরের দেওয়ানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার পলাশ সরাসরি ঘটনার সঙ্গে জড়িত।
পলাশ সরকার বরিশালের আগৈলঝড়া উপজেলার বিল্লাগ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের মাছুয়া ঝর্ণা এলাকায় বসবাস করেন।
১৫ এপ্রিল বিকেলে চট্টগ্রাম নগরের দেওয়ানজী পুকুর পাড় এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে সিপ্লাস টিভির প্রতিবেদক হোছাইন আব্বাস ও চিত্রগ্রাহক মোহাম্মদ শরিফ অতর্কিত হামলার শিকার হন। এতে তারা গুরুতর আহত হন।
ঘটনার পর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাতজনকে আসামি করা হয়। পুলিশ বলছে, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, হামলার সময় সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের আন্ডারগ্রাউন্ড থেকে কার্টুনভর্তি মালামাল সরিয়ে নেওয়া হয়। স্থানীয়দের দাবি, মালামালগুলো দ্রুত সরিয়ে ফেলার ঘটনায় সন্দেহ তৈরি হয়েছে—সেগুলোর ভেতরে এমন কী ছিল যা লুকিয়ে ফেলা দরকার ছিল?