1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গুলশান থেকে চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ বার্মা সাইফুল আটক মিয়ানমারের গুলিতে আহত শিশু এখনো লাইফ সাপোর্টে আনোয়ারায় অস্ত্র মামলার আলোচিত চরিত্র মরিয়ম বেগম আটক দারুল হিকমা মাদরাসা চট্টগ্রাম জিইসি শাখার উদ্বোধনী সবক ও পুরস্কার বিতরণ চট্টগ্রাম-৬ আসনে সবুজ সংকেতের দাবি, আত্মবিশ্বাসী গিয়াস উদ্দিন কাদের ৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল সাঙ্গু রিজার্ভ ফরেস্ট উজাড়ের নেপথ্যে থানচি রেঞ্জ কর্মকর্তা ইসরাইল সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ চন্ডীগড় ইউনিভার্সিটির অর্ণব ভাটিয়ারী আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে জানালেন তার অভিজ্ঞতার কথা জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
শিরোনাম :
গুলশান থেকে চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ বার্মা সাইফুল আটক মিয়ানমারের গুলিতে আহত শিশু এখনো লাইফ সাপোর্টে আনোয়ারায় অস্ত্র মামলার আলোচিত চরিত্র মরিয়ম বেগম আটক দারুল হিকমা মাদরাসা চট্টগ্রাম জিইসি শাখার উদ্বোধনী সবক ও পুরস্কার বিতরণ চট্টগ্রাম-৬ আসনে সবুজ সংকেতের দাবি, আত্মবিশ্বাসী গিয়াস উদ্দিন কাদের ৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল সাঙ্গু রিজার্ভ ফরেস্ট উজাড়ের নেপথ্যে থানচি রেঞ্জ কর্মকর্তা ইসরাইল সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ চন্ডীগড় ইউনিভার্সিটির অর্ণব ভাটিয়ারী আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে জানালেন তার অভিজ্ঞতার কথা জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে রোগীদের চরম ভোগান্তি

  • বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

চকরিয়া প্রতিনিধিঃ রোগী আছে ডাক্তার নাই এ যেন চরম সত্য কথা ,কক্সবাজার জেলার চকরিয়া থানাস্থ হারবাং ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। সরকার সবকিছুর যোগান দিলেও কর্তব্যরত চিকিসৎকের দায়িত্বের উদাসীনতা, সময়মতো স্বাস্থ্য কেন্দ্রে না আসা, গর্ভবর্তী মহিলার নরমাল ডেলিভারী সেবা থাকলেও সেবা থেকে বঞ্চিত হওয়া , অনিয়মিতভাবে ডিউটি করা এখানে নিয়মে পরিণত হয়েছে । এই স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মই যেন এখন নিয়মে পরিণত হয়েছে।

সূত্রে জানা যায় ,চকরিয়া উপজেলার হারবাং ৩৮ মসজিদ, মন্দির, ১১ট বিহার ও ১ গীর্জায় বেষ্টিত প্রায় ৪৫ হাজার জনসাধারণের জনবল ইউনিয়ন। শিক্ষা-দিক্ষায় এগিয়ে থাকলেও পিছিয়ে আছে স্বাস্থ্যসেবায়। চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গর্ভবর্তী মহিলার নরমাল ডেলিভারী সেবা থাকলেও হারবাং ইউনিয়নবাসী নেই অধিকার থেকে বঞ্চিত। গত রবিবার হারবাং ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে সাড়ে ১১ টার দিকে সরেজমিনে দেখা যায়, একান মেডিকেল অফিসার, একান উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন অফিস সহায়ক নির্ধারিত থাকলেও অফিস সহকারী ছাড়া হাসপাতালে কেউ নাই।  সহকারীর টেবিলের উপর পড়ে থাকা দৈনিক হাজিরা খাতা খোলে দেখলে সেখানে প্রায় দুই মাস ধরে ডা: সুজন ত্রিপুরা অনুপস্থিত। অন্যদিকে অসংখ্য রোগী সেবা না পেয়ে দীর্ঘক্ষন দাড়ি আছে, এবং কেউ কেউ হতাশ হয়ে ফিরে যাচ্ছে।

সেবা নিতে আসা ভুক্তভোগী অনেক রুগী জানান, হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অসংগতির কথা । সেবা নিতে আনা শিখা নামের একজন গর্ভবতী মহিলা বলেন, আমি টানা চারদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসলাম, কিন্তু কোনো ডাক্তার না থাকায় প্রতিদিন ফেরত যেতে হচ্ছে। জ্বর ও চুলকানির চিকিৎসা নিতে মহিলা বলেন, এমনিতে ডাক্তার থাকে না, তারমধ্যে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তানিমুল হাসান মাঝে মধ্যে আসলেও তিনি আমাদের সাথে খারাপ আচরণ করে। রোগীদের গালি-গালাজ করে, এবং বাচ্চা রোগী দেখলে খারাপ মেজাজ দেখায়।

স্থানীয় অনেকেই জানান, হারবাং ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়মিত নরমাল ডেলিভারি সেবা চালু, নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা নিয়মিত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। চিকিৎক কে এখানে নিয়োগ দেখিয়ে বেতন-ভাতা নিবে, কিন্তু সেবা দিবে না তা হতে দেবো না। খারাপ আচরণের অভিযোগের তানিমুল হাসান বলেন, আমি কোনো রোগীকে কখনো গালাগালি করিনি, করবোও না।

হারবাং ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: সু ত্রিপুরা বলেন, আমার ডিউটি সাপ্তাহে দুইদিন, সেই নির্ধারিত দিনে অফিসে থাকি, আবার সাক্ষর নাই কেন প্রশ্ন করে বলেন, একবার বলেন কোনো ইউনিয়ন স্ব কেন্দ্রে মেডিকেল অফিসার যায় না। আবার বলে হাজিরা খাতা তানিমের অফিসে থাকায় করতে পারি না।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শোভন দত্ত বলেন, বিষয়টি খবর নিয়ে দেখবো, তিনি যদি ডিউটি না করে থাকেন তাহলে উক্ত দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ ডিউটি করিয়ে নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews