দেশের মানুষ নির্বাচনের প্রহর গুনছে,ভোট দেয়ার সুযোগ পেলে ভুমি ধস বিজয় উপহার দিবে বিএনপিকে- এস. এম সাইফুল আলম।
=============================
ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার বিগত ১৬ বছরে দেশের কাঠামো নানাভাবে ধ্বংস করে দিয়েছে। এ ধ্বংসযজ্ঞ খাদের কিনারা থেকে দেশকে রক্ষার্থে আগামীর বাংলাদেশের জন্য ৩১ দফা রূপরেখা প্রণয়ন করেছে বিএনপি। চট্টগ্রাম নগরীর ১৬ নং চকবাজার ওয়ার্ডস্থ ঐতিহাসিক অলি খাঁ মসজিদে আজ আছরের নামাজ আদায় করেন চট্টগ্রাম ৯ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিএন্ডএফ এসোসিয়েশন সভাপতি, চট্টগ্রাম চেম্বারের পরিচালক এস. এম সাইফুল আলম।
নামাজ শেষে তিনি মুসল্লিদের বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা হাতে তুলে দেন। নির্বাচনী কুশলাদি বিনিময় করেন।
এসময় মনোনয়ন প্রত্যাশী এস. এম সাইফুল আলম বিশাল মিছিল সহকারে চকবাজার মোড়, পুরাতন গির্জা গলি, কাপাসগোলা, কাঁচাবাজার, পাড়া মহল্লা প্রদক্ষিণ করে মতি টাওয়ারে এসে লিফলেট বিতরণ শেষ করেন।
মনোনয়ন প্রত্যাশী এস. এম সাইফুল আলম পথসভায় বলেছেন, বিএনপির হাইকমান্ড আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের টিকেট যদি আমাকে দেয়, আমি জয়ী হতে পারলে বেকার ও চাকরিপ্রত্যাশীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন হলে নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। দূর্নীতিমুক্ত দেশ গড়ার কারিগর ভুমিকায় অবতীর্ণ হতে হবে। রুগ্ন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা নুর উদ্দিন সোহেল, আবদুল হালিম, এম. এ হাসনাত, সিরাজুল ইসলাম, শেখ আব্বাস উদ্দিন, মুজিবুর রহমান, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আলী, হাজী মোহাম্মদ মহসীন, আজাদ, শাহনেওয়াজ হাসান, পারবেজ, নাছির, ইমরান হোসেন বাপ্পি, হানিফ খান রুবেল, নুর হোসেন রমজান, মোহাম্মদ ইদ্রস, আবু তাহের বাবুল, জমির, সাবের, আজাদ জাহাঙ্গীর বক্স, শাহাজান, ইউনুস, আমিন, ইব্রাহিম বাসেত, ফারুক কাশেম, জিকু, রাশেদ, আলী নুর, ইমরান, জলিল, সুমন, বাহার, আরমান অপু, মিন্টু, জাহাঙ্গীর, জিএম রনি, তৈয়ব, ইমরান, মান্নান, শাহীন, সাঈদ, কাশেম, আল আমিন, নয়ন, আক্কাস, টুটট, তানভীর, সুমন, সাইফুল, রুবেল প্রমুখ।