সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার সোনাচড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
নিহত পারভেজ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধিন বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে বন্দর উপজেলার ঢাকেশ্বরী এলাকায় বুলবুল মিশার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
পুলিশ ও স্বজনরা জানান, রোববার (২৩ নভেম্বর) রাতে স্থানীয় মেসবাহউদ্দিন নামে এক ব্যক্তি তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে তাদের নির্মানাধীন বাড়ির বৈদ্যুতিক তার চুরি করার অভিযোগে পারভেজকে আটকে রেখে মারধর করেন। সোমবার সকালে আহত অবস্থায় পারভেজের মৃত্যু হলে অভিযুক্তরা পালিয়ে যান। খবর পেয়ে দুপুরে বন্দর থানা পুলিশ মেসবাহ উদ্দিনের বাড়ি থেকে পারভেজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের স্ত্রী খাদিজা বেগমের দাবি, চুরির ঘটনায় পারভেজ জড়িত ছিলেন না। মিথ্য অভিযোগ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেন তিনিসহ নিহত পারভেজের স্বজনরা।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ঘটনায় তদন্ত চলছে। এছাড়া জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াসহ তাদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান চলছে