চট্টগ্রাম প্রতিনিধি:বীর মুক্তিযোদ্ধা, চট্টলবন্ধু এবং বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস. এম. জামাল উদ্দিন-এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী এ কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, ফুলেল শ্রদ্ধাঞ্জলি, কোরআন খতম ও দোয়া মাহফিল।
সকাল ৯টায় চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবন থেকে মরহুমের গ্রামের বাড়ি, হাটহাজারীর মাদার্শা গ্রামে যাত্রা শুরু হবে। সেখানে তাঁর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে।
বাদ আসর কদম মোবারক এতিমখানায় অনুষ্ঠিত হবে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল। এছাড়াও এস. এম. জামাল উদ্দিন-এর নিজ কার্যালয়েও একটি বিশেষ দোয়ার আয়োজন থাকবে।
চট্টগ্রামের উন্নয়ন ও নাগরিক আন্দোলনে ভূমিকা রাখা এ মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সকল শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজকগণ।